গণযোগাযোগ ও সাংবাদিকতা

১৯৬২ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকতার শিক্ষায় নেতৃত্বদান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একবছর মেয়াদি সান্ধ্যকালীন ডিপ্লোমা কোর্সের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল সাংবাদিকতা বিভাগের। এটি ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা শিক্ষা কার্যক্রম। ১৯৬৮ সালে এ বিভাগে দুই বছরের দুই পর্বের এমএ কোর্স চালু হয়।

১৯৭৭ সালে এক বছরের ডিপ্লোমা বন্ধ করে তিন বছরের অনার্স কোর্স শুরু করা হয়। বিভাগের কার্যক্রম রাতের পরিবর্তে দিনে নিয়ে আসা হয়। একইসাথে বিভাগের নাম বদলে রাখা হয় ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ’। উপমহাদেশের সাংবাদিকতা শিক্ষায় এটিই প্রথম অনার্স কোর্স। ১৯৯৭-৯৮ সালে চার বছরের অনার্স চালু হয়, ২০০২ সালে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে নিয়ে আসা হয় এই বিভাগ।

No comments:

Post a Comment