Tuesday, May 15, 2018

আন্তঃব্যক্তিক যোগাযোগ

আন্তঃব্যক্তিক যোগাযোগঃ দু’ব্যক্তির মধ্যে মুখোমুখি যে যোগাযোগ সংঘটিত হয় তাই আন্তঃব্যক্তিক যোগাযোগ। মানবীয় যোগাযোগের মাঝে এ ধরণের যোগাযোগ বহুল পরিমানে ঘটে। যোগাযোগ বিশেষজ্ঞরা আন্তঃব্যক্তিক যোগাযোগকে বিশেষ গুরুত্ব দেন। কারণ, সব দিক বিবেচনায় এধরণের যোগযাযোগই সবচেয়ে কার্যকর। Communication বইতে Larry L. Barker লিখেছেন, “Interpersonal Communication can occur in any environment, be it formal or informal. Most interpersonal messages are informal, however, stemming from everyday, face to face encounters. From your first ‘good morning’ to your last ‘see you tomorrow’. Interpersonal communication usually spontaneous, unplanned, and loosely organized . . . even ungrammatical.” (Barker, 1978, p. 136)

Barker, L. L. (1978). Communication. Englewood cliff: Prentice-Hall, Inc.

Monday, April 30, 2018

গণমাধ্যম ব্যবহার ও তুষ্টি তত্ত্ব

গণমাধ্যম ব্যবহার ও তুষ্টি তত্ত্বঃ 

এলিহু কেইজ (Elihu Katz) ১৯৫৯ সালে সর্বপ্রথম এই ধারণা প্রদান করেন। ব্যক্তি তার প্রয়োজন মেটাতে কিভাবে গণমাধ্যম ব্যবহার করে, এ তত্ত্বের মাধ্যমে তা ব্যাখ্যা করা হয়। এই তত্ত্বের মূল কথা হলো গণমাধ্যম ব্যবহারকারীদের কিছু সুনির্দিষ্ট চাহিদা রয়েছে যেগুলো তারা গণমাধ্যম ব্যবহার করে মিটিয়ে থাকেন। গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে ব্যক্তি যে চাহিদাগুলো মিটিয়ে থাকেন, সেগুলোকে ‘গণমাধ্যম তুষ্টি’ বলা হয়ে থাকে।

রিলেশনাল স্টেজ মডেল

রিলেশনাল স্টেজ মডেলঃ 

ন্যাপের রিলেশনাল স্টেজ মডেলের মাধ্যমে সম্পর্কের ভাঙ্গা-গড়া ব্যাখ্যা করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞ মার্ক এল ন্যাপ ১৯৭৮ সালে এই তত্ত্ব প্রদান করেন। এই তত্ত্বে মানবীয় সম্পর্কে ১০ টি স্টেজের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। এই গবেষণার তাত্ত্বিক কাঠামো হিসেবে ন্যাপের রিলেশনাল স্টেজ মডেল ব্যবহার করা হবে। এই তত্ত্ব অনুসারে আন্তঃব্যক্তিক যোগাযোগ শুরুর পর্যায়ে ৫ টি স্টেজ ও সম্পর্ক ভাঙনের পর্যায়ে ৫ টি স্টেজ থাকে।

Monday, February 12, 2018

অনুসন্ধানী সাংবাদিকতা

“ভক্স পপুলাই ভক্স ডাই” 
“জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কন্ঠস্বর” 

আধুনিক গণতান্ত্রিক বিশ্বে গণমাধ্যমকে বিবেচনা করা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে। আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ, রাষ্ট্রের এই তিনটি স্তম্ভের বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে সরকারের জবাবদিহিতার ক্ষেত্রকে সম্প্রসারণ করে গণমাধ্যম। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। যে দর্পণে ফুটে ওঠে জনগণের চাওয়া-পাওয়া, মতামত, আশা-আকাক্ষা ও সমাজের বিভিন্ন সমস্যা ও সেসব সমস্যা সমাধানের পথ। বস্তুত গণমাধ্যমের ভেতর দিয়েই গণতান্ত্রিক সমাজে প্রকাশ পায় জনগণের কন্ঠস্বর।

Thursday, December 14, 2017

Education as a tool for social change!

Some days ago i watched a movie named "Dead poets society". There is dialogue, the protagonist of the movie 'John Keating' says, "Just when you think you know something, you have to look at in another way. Even though it may seem silly or wrong, you must try." Those words clicked in my mind.