বিবিসি বাজার

মুক্তিযুদ্ধের সময় পাবনার পাকশী পেপার মিলস, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পাকবাহিনী ক্যাম্প স্থাপন করে যার ফলে সাধারণ মানুষের বাজার করা কঠিন হয়ে পড়ে। পাকিস্তানি মিলিটারির ভয়ে মানুষ ক্যাম্পের কাছে যেতে পারত না। সেখানে কাশেম মোল্লার মুদি দোকান ছিল। পাকবাহিনী সেই দোকানে আগুন দিলে তিনি পাকশী ছেড়ে রূপপুর এলাকায় চলে আসেন। সেখানে রাস্তার ধারে একটি চা দোকান দেন তিনি। কাশেম মোল্লার একটা থ্রি ব্যান্ডের রেডিও ছিল। বিবিসি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এয়ার ইন্ডিয়া প্রভৃতি শুনতে সন্ধ্যার পরই দলবেঁধে লোক যেত কাশেম মোল্লার দোকানে। এভাবে ধীরে ধীরে কাশেম মোল্লার দোকানের পাশে আরও দোকান বাড়তে থাকে। মানুষ আসার সময় বলত, বিবিসি শুনতে যাই, বিবিসির বাজারে যাই। এভাবে বলতে বলতে একটা সময় এই বাজারের নামই হয়ে যায় বিবিসি বাজার। ১৯৯২ সালে বিবিসির ৫০ বছর পূর্তিতে বিবিসির ইস্টার্ন সার্ভিস সেকশন প্রধান ভ্যারি ল্যাংরিজ, বাংলা বিভাগের তৎকালীন উপ প্রধান সিরাজুর রহমান, ভাষ্যকার দীপঙ্কর ঘোষ ও বিবিসির সাবেক বাংলাদেশ সংবাদদাতা আতাউস সামাদ বাংলাদেশে এসেছিলেন কাশেম মোল্লার সাথে দেখা করতে। সেবার তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল।


No comments:

Post a Comment