যে সকল বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বর্বরতা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন তাদের মধ্যে সিডনি শনবার্গ অন্যতম। তিনি ছিলেন ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর দক্ষিণ এশিয়ার প্রতিনিধি। ২৫ মার্চ রাতে 'অপারেশন সার্চলাইট' শুরু হলে নিজেদের এই অপকর্ম আড়াল করার জন্য পাকিস্তান যে ৩৫ জন বিদেশি সাংবাদিকদের ঢাকা থেকে বহিষ্কার করে, তাদের মধ্যে একজন সিডনি শনবার্গ। এরপর ভারতের বোম্বেতে (বর্তমান মুম্বাই) চলে যান সিডনি। সেখান থেকে তিনি নিউইয়র্ক টাইমসে পাকিস্তানিদের বর্বরতা নিয়ে রিপোর্ট করেন।
নিউইয়র্ক টাইমসের In Dacca, Troops
use Artillery to halt revolt শিরোনামে সিডনি শনবার্গের রিপোর্ট প্রকাশিত হয়।
যা বিশ্বজনমত গঠনে ভূমিকা রাখে। ঢাকা থেকে বহিষ্কৃত হলেও শনবার্গ পূর্ব পাকিস্তানের
সীমান্ত অঞ্চল, শরণার্থী শিবির, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ঘুরে বেরিয়েছেন। এসব নিয়ে
নিউইয়র্ক টাইমসে রিপোর্টিং-এর মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন বাঙালি গণহত্যার
তথ্য, মুক্তিযুদ্ধে বাঙালির বীরত্ব ও রাজনৈতিক হিসাব-নিকাশের হালচাল।
All part of a game: a grim &
deadly one সম্পাদকীয়তে তিনি লিখেছেন ভয়ংকর বাঙালি গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে
জটিল রাজনীতির কথা। সে সময় মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক বিশ্বের বুঝতে সিডনির একটি লেখা
বেশ বড় ভূমিকা পালন করেছিল। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন 'ফরেন অ্যাফেয়ার্সের' অক্টোবর,
১৯৭১ সংখ্যায় প্রকাশিত হয় Pakistan Divided; প্রবন্ধটি বাঙালির বিরুদ্ধে পাকিস্তানের
অনাচার, দুঃশাসন ও নির্যাতনের ভয়াবহতার উপর একটি প্রমাণপত্র। মুক্তিযুদ্ধ নিয়ে এ রকম
প্রায় চল্লিশটি রিপোর্ট করেছিলেন সিডনি শনবার্গ।
No comments:
Post a Comment