ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস

ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস (১৯৬১) একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে বিভিন্ন স্বাধীন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, কূটনীতিকদের অধিকার, দায়িত্ব ও সুরক্ষা নির্ধারিত হয়। কূটনৈতিক সম্পর্ক স্থাপন, কূটনীতিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিয়েনা কনভেনশনের মূল দিকগুলো:

  • কূটনীতিকদের বিশেষ অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা। কূটনীতিকদের অভ্যন্তরীণ আইন থেকে মুক্তি দেয়া যেমন, গ্রেপ্তার না করা বা কর আরোপ না করা।
  • কূটনৈতিক মিশন বা দূতাবাসকে সার্বভৌম বিবেচনা করে অখণ্ডতা বজায় রাখা। দূতাবাসের ভবনে অনুমতি ব্যাতীত কোনো ধরনের তল্লাশি বা প্রবেশ করা যাবে না।
  • কূটনীতিকরা সার্বিক সুরক্ষা পাবে এবং তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য স্বাধীনতা থাকবে। কূটনীতিকদের কোন প্রকার হুমকি বা বাধা প্রদান করা যাবে না।
  • কূটনৈতিক মিশনের কর্মচারীরা কূটনৈতিক আইন অনুসরণ করবে এবং ঐ দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারবে না। তারা শুধু আন্তর্জাতিক সম্পর্কের কাজে নিযুক্ত থাকবে।
  • যোগাযোগের ক্ষেত্রে কূটনীতিকরা স্বাধীন থাকবেন। নিজ দেশের সাথে যোগাযোগের ক্ষেত্রে কোন ধরনের বাধা প্রদান বা কূটনৈতিক ব্যাগ তল্লাশি করা যাবে না।

ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি শক্তিশালী আইনি কাঠামো যা রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ককে নির্ভরযোগ্য ও শান্তিপূর্ণ করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

No comments:

Post a Comment