রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ গঠনের আলোচনা শুরু হয়েছিল ২০১৩ সালে। ৯ বছর পর ২০২২ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন এই জোটের যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২০১৬ সালে Trans-Pacific Partnership (TPP) চুক্তি স্বাক্ষর হয়েছিল। এই চুক্তিতে স্বাক্ষর করেছিল ১২টি দেশ। চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমিত করার প্রচেষ্টা থেকেই তৈরি হয়েছিল এ জোট। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর প্রশাসন টিপিপি চুক্তি থেকে বেরিয়ে যায়।
যুক্তরাষ্ট্র
টিপিপি থেকে বেরিয়ে যাওয়ার ফলে সৃষ্ট শূন্যতার সুযোগে চীন ওই অঞ্চলে তাদের অর্থনৈতিক
কর্মকাণ্ড বাড়ানোর প্রচেষ্টা শুরু করে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট অ্যাসোসিয়েশন
অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) ১০টি দেশসহ এশিয়া-প্যাসিফিকের মোট ১৫টি দেশ বিশ্বের
সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল আরসেপ গঠিত হয়েছে। ‘আরসেপ’ জোটের সদস্য দেশগুলোর
মাঝে পৃথিবীর প্রায় ৩০ শতাংশ বাণিজ্য হয়ে থাকে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের
বসবাস এই দেশগুলোতে।
No comments:
Post a Comment