উন্নয়নশীল ও উন্নত-এই দুই শ্রেণিতে সব দেশকে ভাগ করে জাতিসংঘ। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তুলনামূলক বেশি পিছিয়ে থাকা দেশগুলো নিয়ে ১৯৭১ সালে এলডিসি তালিকা করা হয়, বাংলাদেশ ১৯৭৫ সাথে এই তালিকাতে অন্তভূর্ক্ত হয়। এই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এলডিসি থেকে বের হয়েছে। এলডিসি তালিকা থেকে উত্তরণের জন্য একটি দেশকে তিনটি শর্ত পূরণ করতে হয়। শর্ত তিনটি হলো:
ক. অর্থনৈতিক
ভঙ্গুরতা সূচকের মান ৩২ বা কম হওয়া;
খ. মানবসম্পদ সূচকে
৬৬ পয়েন্ট বা এর অধিক মান অর্জন এবং
গ. মাথাপিছু আয়
কমপক্ষে ১২৩০ ডলার হতে হবে।
No comments:
Post a Comment