নীরবতার কুন্ডলী তত্ত্ব গণযোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞানের একটি ধারণা। এই মতবাদ অনুসারে যখন কোন ব্যক্তি বা গোষ্ঠী তাদের মতামতকে অজনপ্রিয় বা সংখ্যাগরিষ্ঠের বিরোধী অবস্থানে দেখতে পায় তখন তারা বিচ্ছিন্নতার ভয়ে তাদের মতামত ব্যক্ত না করে নীরব হয়ে থাকে। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী, রাজনৈতিক গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে এটি ঘটতে পারে।
জার্মান গবেষক এলিজাবেথ নোয়েল-নিউম্যান এই তত্ত্বের জনক। এই তত্ত্বের কিছু প্রধান বিষয়গুলির হলো:
- সংখ্যাগরিষ্ঠ মতামত পক্ষে থাকলে ব্যক্তির কথা বলার সম্ভাবনা বেশি থাকে।
- নিজের মতের ব্যক্তিদের সাথে মানুষ আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
- ব্যক্তি যখন তার মতামতকে সংখ্যালঘু অবস্থানে দেখতে পায় তখন সে হীনমন্যতায় ভোগে। সমাজ থেকে বিচ্ছিন্নতার ভয়ে মতামত প্রকাশ করে না এবং নিজেকে অন্যদের থেকে গুটিয়ে নেয়।
যে সমাজে ভিন্নমত সহ্য করার চর্চা নেই সেখানে নীরবতার কুন্ডলী বেশি তৈরি হয়।
No comments:
Post a Comment