NATO (North Atlantic Treaty Organization) is a military alliance of 30 North American and European countries. It was formed in 1949, its purpose is to provide collective defense for its members. According to Article 5 of NATO treaty an armed attack against one member shall be considered an attack against all. The organization’s headquarters is located in Brussels, Belgium. The member countries work together on issues such as counterterrorism, intelligence sharing, cyber defense, and disaster response.
জানালা
What is a consulate?
A consulate is a diplomatic mission that is
located in a major city of a foreign country, rather than in the capital.
Consulates are typically smaller than embassies, and are usually headed by a
consul or consul general. The main function of a consulate is to provide
assistance and support to citizens of the home country, including issuing
passports and visas, providing information on laws and regulations, and helping
with legal and financial issues. Consulates
also promote trade and cultural exchange and assist in resolving disputes.
What is an Embassy?
An embassy is a diplomatic mission that
represents the interests of one country in another. It is a permanent
governmental office that serves as a center for communication and coordination
between the host country and the home country. Embassies are typically headed
by an ambassador. The main functions of an embassy include promoting bilateral
relations, protecting national interests of home country’s citizens and
businesses, and providing consular services like issuing visas. Embassies also
serve as a source of information and support for their citizens traveling or
residing in the host country.
'ডকট্রিন অব নেসেসিটি'
ইংরেজ আইনবিদ ও জুরি হেনরি ডি ব্র্যাকটন প্রথম ডকট্রিন অব নেসেসিটির ধারণা প্রদান করেন। প্রয়োজনীয়তা কোনো আইনের ধার ধারে না। আইন যখন মানুষের অধিকার রক্ষা করতে ব্যর্থ তখন সেই আইন অমান্য করা ছাড়া মানুষের সামনে আর কোন রাস্তা থাকে না। প্রয়োজনীয়তা থেকেই মানুষ আইনের বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হয়। এটিই হলো- ডকট্রিন অব নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদ।
হেজিমনি বা অধিপত্যবাদ কি?
হেজিমনি বা অধিপত্যবাদ একটি ধারণা যার মাধ্যমে সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে অন্যের উপর আধিপত্য বা কর্তৃত্বে স্থাপনকে বোঝায়। হেজিমনির মাধ্যমে একটি শক্তিশালী দেশ, গোষ্ঠী বা প্রতিষ্ঠান অন্যদের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য নিজের আদর্শ, নীতি এবং নিয়ম-কানুন চাপিয়ে দেয়। যার মাধ্যমে শক্তিশালী গোষ্ঠী নিজের স্বার্থকে রক্ষা করতে পারে। সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতিক, ধর্মীয় এবং বৈশ্বিক সম্পর্কের জটিলতা বোঝায় জন্য কিভাবে হেজিমনি কাজ করে তা জানা গুরুত্বপূর্ণ।
খালিস্তান আন্দোলন
ভারতের শিখরা “খালিস্তান” নামে স্বাধীন একটি রাষ্ট্র চায়। এই দাবীর পেছনে ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কারণ রয়েছে। শিখ সম্প্রদায় ভারতের পাঞ্জাব অঞ্চলে শতাব্দীকাল ধরে বাস করে আসছে এবং তাদের নিজস্ব ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় পাঞ্জাব দুই ভাগ হয়ে যায় এবং শিখরা নিজেদের ভূমি হারায়, যা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সেসময় থেকেই তারা নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন দেখা শুরু করে।
গনমাধ্যম যেভাবে ন্যারেটিভ সেট করে!
গণমাধ্যম থেকে তথ্য পেয়ে থাকে। চারপাশে কি ঘটছে তা জানার অন্যতম বাহন হলো গণমাধ্যম। তথ্য প্রদান করার পাশাপাশি গণমাধ্যম ন্যারেটিভ তৈরি করে থাকে। অর্থাৎ মানুষ কি ভাববে, কোন বিষয় নিয়ে আলোচনা-সমালোচলা করবে ইত্যাদি নির্ধারণ করার ক্ষেত্রে গণমাধ্যম ভূমিকা রাখে। তথ্য উপস্থাপনার পদ্ধতি এবং ভাষার ব্যবহার ইত্যাদির মাধ্যমে ন্যারেটিভ সেট করার কাজটি হয়ে থাকে।
ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস
ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস (১৯৬১) একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে বিভিন্ন স্বাধীন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, কূটনীতিকদের অধিকার, দায়িত্ব ও সুরক্ষা নির্ধারিত হয়। কূটনৈতিক সম্পর্ক স্থাপন, কূটনীতিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
What is Brain Drain?
Brain drain refers to the emigration of skilled and educated individuals (doctors, engineers, scientists, teachers, trained workers) from their home country to a foreign nation in search of better career opportunities or living conditions. Brain drain can benefit the destination country but it is detrimental to the home country as it loses valuable human resources.
বডি মাস ইনডেক্স
বডি মাস ইনডেক্স (BMI - Body Mass Index) হলো একটি সূচক যা শরীরের ওজন এবং উচ্চতার ভিত্তিতে ব্যক্তির শারীরিক অবস্থা নির্ধারণে ব্যবহৃত হয়। সাধারণভাবে এটি ব্যবহার করে শরীরের ফ্যাট পরিমাপ করা হয়।