হেজিমনি বা অধিপত্যবাদ একটি ধারণা যার মাধ্যমে সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিকভাবে অন্যের উপর আধিপত্য বা কর্তৃত্বে স্থাপনকে বোঝায়। হেজিমনির মাধ্যমে একটি শক্তিশালী দেশ, গোষ্ঠী বা প্রতিষ্ঠান অন্যদের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য নিজের আদর্শ, নীতি এবং নিয়ম-কানুন চাপিয়ে দেয়। যার মাধ্যমে শক্তিশালী গোষ্ঠী নিজের স্বার্থকে রক্ষা করতে পারে। সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতিক, ধর্মীয় এবং বৈশ্বিক সম্পর্কের জটিলতা বোঝায় জন্য কিভাবে হেজিমনি কাজ করে তা জানা গুরুত্বপূর্ণ।
জানালা
খালিস্তান আন্দোলন
ভারতের শিখরা “খালিস্তান” নামে স্বাধীন একটি রাষ্ট্র চায়। এই দাবীর পেছনে ধর্মীয়, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কারণ রয়েছে। শিখ সম্প্রদায় ভারতের পাঞ্জাব অঞ্চলে শতাব্দীকাল ধরে বাস করে আসছে এবং তাদের নিজস্ব ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভাজনের সময় পাঞ্জাব দুই ভাগ হয়ে যায় এবং শিখরা নিজেদের ভূমি হারায়, যা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সেসময় থেকেই তারা নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন দেখা শুরু করে।
গনমাধ্যম যেভাবে ন্যারেটিভ সেট করে!
গণমাধ্যম থেকে তথ্য পেয়ে থাকে। চারপাশে কি ঘটছে তা জানার অন্যতম বাহন হলো গণমাধ্যম। তথ্য প্রদান করার পাশাপাশি গণমাধ্যম ন্যারেটিভ তৈরি করে থাকে। অর্থাৎ মানুষ কি ভাববে, কোন বিষয় নিয়ে আলোচনা-সমালোচলা করবে ইত্যাদি নির্ধারণ করার ক্ষেত্রে গণমাধ্যম ভূমিকা রাখে। তথ্য উপস্থাপনার পদ্ধতি এবং ভাষার ব্যবহার ইত্যাদির মাধ্যমে ন্যারেটিভ সেট করার কাজটি হয়ে থাকে।
ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস
ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস (১৯৬১) একটি আন্তর্জাতিক চুক্তি যার মাধ্যমে বিভিন্ন স্বাধীন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, কূটনীতিকদের অধিকার, দায়িত্ব ও সুরক্ষা নির্ধারিত হয়। কূটনৈতিক সম্পর্ক স্থাপন, কূটনীতিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
What is Brain Drain?
Brain drain refers to the emigration of skilled and educated individuals (doctors, engineers, scientists, teachers, trained workers) from their home country to a foreign nation in search of better career opportunities or living conditions. Brain drain can benefit the destination country but it is detrimental to the home country as it loses valuable human resources.
বডি মাস ইনডেক্স
বডি মাস ইনডেক্স (BMI - Body Mass Index) হলো একটি সূচক যা শরীরের ওজন এবং উচ্চতার ভিত্তিতে ব্যক্তির শারীরিক অবস্থা নির্ধারণে ব্যবহৃত হয়। সাধারণভাবে এটি ব্যবহার করে শরীরের ফ্যাট পরিমাপ করা হয়।
জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য
বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা, মানবাধিকার রক্ষা, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার উদ্দেশ্যে ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ সনদের ধারা ১-এ জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ননা করা হয়েছে।
ফেরেল মানব কারা?
ফেরেল মানব বলতে এমন মানুষকে বোঝানো যে সমাজ বা সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রাকৃতিক পরিবেশে বা নির্জন অবস্থায় বাস করতে থাকেন। এই ধরনের মানুষ সাধারণত সমাজ বা গৃহস্থালির পরিবেশে বেড়ে ওঠেনি এবং প্রায়শই পশুর মতো জীবনযাপন করে। এরা সামাজিক রীতিনীতি অনুসরণ করতে অভ্যস্ত নয়।
প্রেস রিলিজ কি?
প্রেস রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তি হলো একটি আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি যা কোন প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে পাঠায়। এর মূল উদ্দেশ্য কোন তথ্য, ঘটনা, পণ্য, সেবা সম্পর্কে জনগণকে জানানো।
চাহিদা বিধি কি?
চাহিদা বিধি (Law of Demand) অর্থনীতির একটি মৌলিক বিষয়। এই ধারনা অনুসারে অন্য সব কিছু অপরিবর্তিত থাকলে, একটি পণ্যের মূল্য বাড়ালে সেই পণ্যের চাহিদা কমে যাবে এবং মূল্য কমলে চাহিদা বেড়ে যাবে। সহজ কথায়, পণ্যের মূল্য এবং চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক রয়েছে।